মহানন্দা নদী থেকে পাথর তোলার সময় অস্ত্র-গুলি পেলেন শ্রমিকেরা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদী থেকে একটি মরিচা ধরা আগ্নেয়াস্ত্র (রাইফেল ক্যাটাগরির) ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৪৪৮ মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকাসংলগ্ন নদীতে পাথর তোলার সময় এগুলো পান শ্রমিকেরা।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে নেন। বিজিবি জানায়, উদ্ধার আগ্নেয়াস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় থেকে মরিচা ধরায় গায়ের কোনো লেখা বোঝা যাচ্ছে না। ফলে অস্ত্রটি কোন দেশের তৈরি, সে তথ্যও পাওয়া যাচ্ছে না। গুলিসহ আগ্নেয়াস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেলে ওই এলাকার মহানন্দা নদীতে পাথর তুলছিলেন একদল শ্রমিক। এ সময় নদীর বালুর নিচ থেকে হঠাৎ একটি রাইফেল সদৃশ বস্তু উঠে আসে। পরে শ্রমিকেরা স্থানীয় গোয়ালগছ বিওপির বিজিবি সদস্যদের খবর দেন। খবর পেয়ে সেখানে গিয়ে আগ্নেয়াস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার সময় পাশেই ১০টি গুলি পান তাঁরা। পরে সেগুলো বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, উদ্ধার আগ্নেয়াস্ত্রটি রাইফেল ক্যাটাগরির। সম্ভবত দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় মরিচা ধরেছে। অস্ত্রটির সঠিক নাম, কোন সময়ের বা কোন দেশের তৈরি, এসব বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। গুলিসহ আগ্নেয়াস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।