শরীয়তপুরে লঞ্চের তিন যাত্রীর মৃত্যুতে থানায় মামলা, চালক ও মাস্টার কারাগারে
ঢাকা-ডামুড্যাগামী যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সেতুর ধাক্কায় তিন যাত্রী মারা যাওয়ার ঘটনায় গোসাইরহাট থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় নিহত তানজিলের বাবা শাহ আলী মোল্যা গতকাল রোববার রাতে বাদী হয়ে মামলাটি করেন। মামলায় লঞ্চের মাস্টার নুরুজ্জামান ও চালক ইমরান হোসেনকে আসামি করা হয়েছে।
গোসাইরহাট থানার পুলিশ আজ সোমবার সকালে ওই দুই আসামিকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠিয়েছে। অন্যদিকে দুর্ঘটনায় নিহত গোসাইরহাটের তানজিলকে গতকাল রাতে, জামালপুরের সাগর আলী ও টাঙ্গাইলের শাকিল আহমদকে আজ সকালে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে গোসাইরহাট উপজেলার সাইক্কা নামক স্থানে জয়ন্তিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা তিনজন বন্ধু ছিলেন। তাঁরা গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী ও স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। বন্ধু তানজিলের বিয়ে উপলক্ষে তাঁরা গোসাইরহাটে যাচ্ছিলেন।