খেলতে খেলতে সড়কে ওঠা শিশুর প্রাণ গেল অটোরিকশার চাপায়

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. রোমান নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি গ্রামের লিচুবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রোমান জামালপুর জেলার সদর উপজেলার সুনতিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। দুই মাস ধরে শিশুটি তার মা–বাবার সঙ্গে লিচুবাগান এলাকার মো. খলিলুর রহমানের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল।

রোমানদের বাড়ির মালিক খলিল মিয়া বলেন, আজ সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে রোমান খেলছিল। একপর্যায়ে শিশুটি বাড়ির পাশের আঞ্চলিক সড়কে চলে যায়। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে রোমানকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও ঘাড়ে আঘাত লাগে। রক্তপাত শুরু হলে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম নেওয়া হবে।