২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আবদুস সাত্তারসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

উপনির্বাচন
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আজ সোমবার পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জাতীয় পার্টির একজন, জাকের পার্টির একজন ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী রয়েছেন। বাকি ৯ জন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগকারী এ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার রয়েছেন। স্বতন্ত্র আরেকজন জাতীয় পার্টি থেকে দুবারের সংসদ সদস্য ছিলেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত রেখে এবার আওয়ামী লীগ থেকে কাউকে নৌকা প্রতীক দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের চারজন নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সরাইল ও আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন হবে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা ব্যক্তিরা হলেন জাতীয় সংসদ পদত্যাগকারী পাঁচবারের সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া, সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা আবদুর রহিম, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, জাতীয় পার্টি থেকে দুবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আইন সমিতির সভাপতি কামরুজ্জমান আনসারি, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী এবং জেলা আওয়ামী লীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন।
দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা ব্যক্তিরা হলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম ভূঞা (জিয়াউল হক মৃধার জামাতা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী মো. রাজ্জাক হোসেন এবং জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম।

জেলা নির্বাচন কর্মকর্তা ও এই আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ। ৮ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আবদুস সাত্তার ভূঁইয়া। দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। তবে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ এনে আবদুস সাত্তারকে গতকাল রোববার দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।