উজিরপুরে ৪ ভোটকেন্দ্রের সামনে আগুন
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের তিনটি ও শিকারপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কেন্দ্রগুলোর তেমন ক্ষতি হয়নি। তবে আওয়ামী লীগের স্থানীয় একজন নেতার একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে এই দুই ইউনিয়নে এসব ঘটনা ঘটে। ঘটনায় সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ উপলক্ষে উজিরপুর উপজেলার সব ভোটকেন্দ্রে পাহারা বসানো হয়েছে। আজ সকাল সাতটার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানুহার মাধ্যমিক বিদ্যালয়, হস্তীশুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় লোকজন ও পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উজিরপুরের ধামসার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বামরাইল ইউনিয়ন শ্রমিক লীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেন বলেন, তিনি কেন্দ্র পাহারা দিয়ে সকাল সাতটার দিকে নাশতা খাওয়ার জন্য বাজারে যান। এ সময় ছয়-সাতজন দুর্বৃত্ত ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বারান্দায় আগুন দেয়। বিষয়টি টের পেয়ে লোকজন নিয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাঁরা আগুন নিভিয়ে ফেলেন।
শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘সকালে খুব কুয়াশা ছিল। কেন্দ্রের নাইটগার্ড চলে যাওয়ার পরে সকাল সাড়ে সাতটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভোটকেন্দ্র স্কুলের বারান্দায় আগুন দেয়। এলাকাবাসী টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু কালো ধোঁয়ার দাগ পড়েছে।’
বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম সরদার বলেন, বিএনপি–জামায়াতের সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে। আগুনে কোনো ক্ষতি হয়নি। রোববার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অগ্নিসংযোগের ঘটনার পর ভোটকেন্দ্রের পাহারা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. তৌহীদুজ্জামান। তিনি বলেন, নিরাপত্তাকর্মীদের কারণে অগ্নিসংযোগের ঘটনাগুলোয় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।