দ্বিতীয় পর্বের ইজতেমায় এক মুসল্লির মৃত্যু, ইজতেমা মাঠে হবে জানাজা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইজতেমা মাঠে বাড়ছে মুসল্লিদের ঢল। আজ শুক্রবার সকালে টঙ্গীর তুরাগতীরে
ছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আজ শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে ইজতেমায় অংশ নিতে আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দ্বিতীয় পর্বের ইজতেমায় এটাই প্রথম মৃত্যু।

মারা যাওয়া ওই মুসল্লির নাম মফিজুল ইসলাম (৭৫)। তাঁর বাবার নাম আবদুল আলীম। বাড়ি বরগুনা জেলায়। তিনি একটি তাবলিগ জামাতের সঙ্গে ইজতেমায় এসেছিলেন।

আরও পড়ুন

দ্বিতীয় পর্বের ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, মফিজুল ইসলাম এসেছিলেন বরগুনার তাবলিগের সঙ্গে। তাঁর আগে থেকেই বার্ধক্যজনিত কিছু সমস্যা ছিল। এর মধ্যে আজ রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে অজু করতে যান। এর মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে মারা যান তিনি। দুপুরে ইজতেমা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পরিবার তাঁর লাশ বুঝে নেবে।

তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ভাগে। প্রথম পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা পালন করেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। এই ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত।