শেরপুরে মুলাখেত থেকে কৃষকের লাশ উদ্ধার
শেরপুরের সদর উপজেলার মুলাখেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের রামেরচর গ্রামের থেকে লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. কবেজ উদ্দিন (৫৫)। তিনি রামেরচর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি বলাইয়েরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিষ্টার আলীর চাচাতো ভাই। স্বজনদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
থানা-পুলিশ নিহত মো. কবেজ উদ্দিনের স্বজনদের বরাত দিয়ে জানায়, কবেজ উদ্দিন গতকাল বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনেরা তাঁর সন্ধান পাননি। এরপর আজ সকালে এলাকার কয়েকজন একটি মুলাখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত মো. কবেজ উদ্দিনের শরীরে দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে রামেরচর গ্রামের কয়েকজনের সঙ্গে তাঁর পূর্বশত্রুতা চলছিল। এর জের ধরে দুর্বৃত্তরা গতকাল রাতের কোনো একসময় তাঁকে হত্যা করে লাশ মুলাখেতে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা করছে।