রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণ তিন দিন পর মারা গেলেন

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিন দিন হাসপাতালে থাকার পর এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মুহাম্মদ সায়েম (২১) উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগীছা গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাটে কর্ণফুলী নদীর পাড়ে ঘুরতে যান সায়েম। রাত সাড়ে ১১টার দিকে ফেরার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। সেখানে গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত সায়েমের বন্ধু তায়জানুর রশীদ বলেন, ‘বন্ধুরা মিলে নদী পাড়ে ঘুরতে গিয়েছিলাম। ফিরতি পথে আমরা একটি মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায় সায়েম।’

কদলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মুহাম্মদ হাসেম প্রথম আলোকে বলেন, আজ রোববার সকাল ১০টার দিকে জানাজা শেষে মুহাম্মদ সায়েমের লাশ দাফন করা হয়।