মনোনয়নপত্র জমার সময় ৫ জনের বেশি নয়, হলে আইনি ব্যবস্থা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। প্রার্থীরা সকাল থেকেই মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জড়ো হবেন। তবে এ সময় প্রার্থীর পক্ষে কোনো প্রকার শোডাউন বা পাঁচজনের বেশি নেতা-কর্মী সঙ্গে আনা যাবে না। গতকাল বুধবার নির্বাচন কমিশনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে। ভোট গ্রহণ হবে ২৫ মে। গতকাল বিকেল পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৪৫১ জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ২৫৯ জন। সে হিসাবে এখনো ১৯২ জন মনোনয়নপত্র জমা দেননি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না বা পাঁচজনের বেশি নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল, কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ের গণসংযোগ শাখা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাধারণত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় অনেক লোকজনকে সঙ্গে নিয়ে আসেন। এতে শৃঙ্খলার বিঘ্ন ঘটে। অনেক সময় হট্টগোলের সৃষ্টি হয়। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।