হবিগঞ্জে আকিজ ভেঞ্চারের কারখানায় বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত ৪
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ভেঞ্চার লিমিটেডের কারখানায় গ্যাস থেকে বিস্ফোরণে এক প্রকৌশলীসহ চারজন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার আব্দকামাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মিজান গাজী, মাহফুজ ও রিয়াজ উদ্দিন। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার আব্দকামাল গ্রামে চার বছর আগে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার গ্রুপ একটি কারখানা স্থাপন করে। এ কারখানায় ডিটারজেন্ট পাউডার ও ডাইপার তৈরি করা হয়। এখানে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। আজ সকাল ৯টার দিকে কারখানার ভেতরে গ্যাস–সংযোগে চাপ পরীক্ষা করতে ঢাকা থেকে একটি দল আসে। তাঁরা গ্যাস–সংযোগের কাজ করা অবস্থায় হঠাৎ বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে মিজান গাজী ও মাহফুজ প্রাণ হারান। গুরুতর আহত রিয়াজ উদ্দিনসহ দুজন সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এ ঘটনার পরপরই পুলিশ ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কারখানা কর্তৃপক্ষ পুলিশ ছাড়া কাউকে কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি। গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আকিজ ভেঞ্চার গ্রুপের এ কারখানার ভেতরে গ্যাস–সংযোগের কাজ মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে দুজন নিহত হন। আহত দুজনকে সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে রিয়াজ উদ্দিন কারখানার প্রকৌশলী।
এ বিষয়ে আকিজ ভেঞ্চার কারখানার দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে চাননি।