নোয়াখালীতে পণ্যবাহী লরি ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত
নোয়াখালী সদর উপজেলায় পণ্যবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে উপজেলার মান্নানগর চৌরাস্তা এলাকায় সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরিফ খান ওরফে জয় (৪০)। তিনি সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের চর মহিউদ্দিনের বাসিন্দা।
দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম অচিং মারমা (৩৮)। তিনি সুবর্ণচরের চর জব্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাঁকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সোয়া আটটার দিকে আরিফ ও পুলিশ সদস্য অচিং মারমা মোটরসাইকেলে জেলা শহরের সোনাপুর এলাকা থেকে সুবর্ণচরের দিকে যাচ্ছিলেন। পথে মান্নানগর চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক আরিফ মারা যান। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আরোহী অচিং।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত লরি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।