নেত্রকোনায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শুরু হয়েছে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নেত্রকোনায় গত কয়েক দিন মেঘলা আবহাওয়া। কখনো থেমে থেমে বৃষ্টি হয়েছে; আবার কখনো ঝরেছে মুষলধারে বৃষ্টি। তবে গতকাল শনিবার সকাল থেকে আর বৃষ্টি হয়নি। আজ রোববারও সকাল থেকে আকাশ পরিষ্কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপও ছড়াচ্ছে। এরই মধ্যে শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হল প্রাঙ্গণে আনন্দ–উচ্ছ্বাসে মেতে উঠেছে জেলার বিভিন্ন এলাকার কৃতী শিক্ষার্থীরা। সেখানে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে সকাল নয়টায় ক্রেস্ট ও নাশতা বিতরণের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সাড়ে আটটার আগেই শিক্ষার্থীরা উৎসবের স্থানে আসতে শুরু করে। একে অপরকে কাছে পেয়ে সহপাঠী ও বন্ধুদের যেন উচ্ছ্বাসের শেষ নেই। পরস্পরকে জড়িয়ে ধরা, মুঠোফোনে স্মৃতি ধরে রাখতে সেলফি তোলে তারা। নেত্রকোনায় উৎসবে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছে ৫৭৬ জন শিক্ষার্থী।
শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে প্রথম আলো। দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
সকাল আটটার মধ্যে মদন উপজেলার ফতেপুর গ্রাম থেকে এসেছে দিয়া আক্তারসহ তিন বন্ধু। তাদের মতো অনেকেই আটটার মধ্যে অনুষ্ঠানস্থলের গেটে হাজির হয়। তারা জানায়, আজ ভোরে যখন তারা বাড়ি থেকে বের হয়, তখন কোনো যানবাহন ছিল না। অনেকটা পথ হেঁটে, তারপর ইজিবাইকে করে এসেছে।
পূর্বধলার শ্যামগঞ্জ থেকে মায়ের সঙ্গে এসেছে জান্নাত আক্তার। তার মা আরিফা বলেন, মেয়ে জিপিএ-৫ পাওয়ায় তিনি খুব খুশি। এই অনুষ্ঠানে এসে ভালো লাগছে। আজকের অনুষ্ঠানে অংশ নিতে পারায় তার মেয়ের মধ্যে আগামী দিনে অন্যান্য পরীক্ষায় ভালো ফলের আগ্রহ জন্ম নেবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে নেত্রকোনা বন্ধুসভার সহসভাপতি তন্ময় সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে উপস্থিত হয়েছেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিধান মিত্র, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি সরোজ মোস্তফা, প্রথম আলোর আঞ্চলিক সংবাদের সম্পাদক তুহিন সাইফুল্লাহ, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ও প্রথম আলো বন্ধুসভা নেত্রকোনার উপদেষ্টা কবি সাইফুল্লাহ এমরান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ১০ গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। আয়োজনের ফাঁকে ফাঁকে থাকবে কৃতী শিক্ষার্থী, ঢাকা থেকে আগত শিল্পী ও বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, কবিতা ও নৃত্য।
সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।