সিলেটে ন্যাশনাল ব্যাংকের ফটকে তালা, গ্রাহকদের বিক্ষোভ
সিলেটে চাহিদামতো টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে গ্রাহকেরা ন্যাশনাল ব্যাংকের ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন। এতে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। আজ বুধবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের সিলেটের শিবগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে তিনটার দিকে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গ্রাহকদের আশ্বস্ত করা হলে তাঁরা তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ক্ষুব্ধ গ্রাহকেরা জানান, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ শাখায় তাঁরা বেশ কিছুদিন ধরে টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন। গ্রাহকদের ১০ হাজার টাকার ওপরে তুলতে দেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার সেটি কমিয়ে পাঁচ হাজার টাকায় আনা হয়। তবে আজ বুধবার সকাল থেকে ব্যাংকটিতে তিন হাজার টাকার বেশি কাউকে তুলতে দেওয়া হয়নি। এর কারণ জানতে চাইলে ব্যাংকে টাকার সংকট রয়েছে বলে জানান কর্মকর্তারা। কিন্তু গ্রাহকেরা টাকা জমা দিতে এলে তাঁদের কিছুই বলা হচ্ছে না। তাঁদের টাকা উত্তোলনে সংকটের বিষয়ে কিছু জানানো হচ্ছে না। এসব নানা কারণে ক্ষুব্ধ হয়ে তাঁরা ব্যাংকের কলাপসিবল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন।
ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখার গ্রাহক ইফজালুর রহমান বলেন, গ্রাহকের যত টাকাই ব্যাংকে জমা থাকুক, তাঁকে তিন হাজার টাকার বেশি দেওয়া হচ্ছে না। তাঁদের এমন আচরণে অতিষ্ঠ হয়েই গেটে তালা ঝোলানো হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক সাব্বির হান্নান বলেন, কয়েক দিন ধরে ব্যাংকে ক্যাশ টাকা কমে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়ে আসছিলেন। আজও চিঠি ও মুঠোফোনে প্রধান শাখায় বিষয়টি জানানো হয়েছে। কোনো গ্রাহক যাতে খালি হাতে ফিরে না যান, সে জন্য কিছু ব্যবস্থা নিতে হয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের আস্থা ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।
সিলেটের শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, গ্রাহকদের বুঝিয়ে ব্যাংকের তালা খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।