সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সাদেককে গ্রেপ্তার
ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা সাদেক কাওছার দস্তগীরকে গ্রেপ্তার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। তিনি সিলেট মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। গতকাল বুধবার বিকেলে তাঁকে তাঁর কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের সুপার খালেদ-উজ-জামান। তিনি বলেন, গতকাল বিকেলে সাদেক কাওছার দস্তগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
এ টি এম তুরাব দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকায় কাজ করতেন।
গত ১৯ জুলাই দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন সাংবাদিক এ টি এম তুরাব। এ সময় আন্দোলনকারীদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে তুরাব আহত হন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে পুলিশ বাদী হয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে নিহতের বড় ভাই থানায় অভিযোগ করতে গেলে সেটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়। ওই অভিযোগে তিনি কয়েকজন পুলিশ সদস্যের নাম উল্লেখ করেছিলেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট আদালতে তুরাব হত্যায় মামলা করেন তাঁর বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ। আদালতে মামলা করার প্রায় দেড় মাস পর মামলার তদন্তের দায়িত্ব থানা–পুলিশ থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।