কোনো বাধাই সিলেটের জনস্রোত ঠেকাতে পারবে না: সিলেট বিএনপি
সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মুখিয়ে আছে। সবাই এখন ১৯ নভেম্বরের অপেক্ষা করছে। সেদিন শুধু সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্থল নয়, পুরো সিলেট শহরই জনসমুদ্রে পরিণত হবে। কোনো বাধাবিপত্তিই এ জনস্রোত ঠেকাতে পারবে না।
সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বলদি এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন। ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। আরও বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা হাসান আহমদ পাটওয়ারী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ। বক্তারা বলেন, গণসমাবেশে অন্তত চার লাখ মানুষের সমাগম ঘটবে।
এর আগে বিকেল চারটায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে ফতেপুর এলাকায় মতবিনিময় সভা হয়। এতে জেলার গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য দেন।
এদিকে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নেতা-কর্মীদের নিয়ে নগরের চৌহাট্টা, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় আরিফুল হক বলেন, গণসমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে। বর্তমান সরকারের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ মানুষ অবস্থান নিয়েছে। তাই সব শ্রেণি-পেশার মানুষ গণসমাবেশে অংশ নেবে। সরকারের সব অপকর্মের জবাব দিতেই মানুষ বিএনপির কর্মসূচির সঙ্গে একাত্ম হচ্ছে।
লিফলেট বিতরণকালে মেয়রের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি নেতা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নগরের রেজিস্টারি মাঠ থেকে প্রচার মিছিল বের করেছে। এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলের আগে রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল। সভা সঞ্চালন করেন সংগঠনের সদস্যসচিব শাকিল মুর্শেদ।
এদিকে দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে প্রচার মিছিল হয়। এটি নগরের কোর্ট পয়েন্টে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মুকিত প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের ছাত্রসমাজ, যুবসমাজসহ আপামর জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। বাধাবিপত্তি উপেক্ষা করে সারা দেশের বিভাগীয় সমাবেশগুলোয় সাধারণ মানুষের উপস্থিতিই সরকারের নড়বড়ে অবস্থার প্রমাণ দিচ্ছে। সাধারণ মানুষের উপস্থিতিই প্রমাণ করছে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল।