রাজশাহী আদালত চত্বরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে ককটেল বিস্ফোরণের পর জায়গাটি ইট দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ
ছবি: প্রথম আলো

রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থানরত পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতের জেনারেটর ভবনের জানালার কাচ ভেঙে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ককটেলটি কোন দিক থেকে ছোড়া হয়েছে, তা বোঝা না গেলেও এটি যে পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে, তা বোঝা গেছে। তবে ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়িতে না পড়ে পাশে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত না হলেও তাঁরা কানে কম শুনছেন বলে জানিয়েছেন। ঘটনার পর সেখান থেকে পুলিশের গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের জায়গাটি ইট দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। সেখান থেকে ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় আদালত চত্বরে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলি মাহমুদ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, কোন দিক থেকে ককটেল ছোড়া হয়েছে, তাঁরা বুঝতে পারেননি। তবে বিকট শব্দে বিস্ফোরণের পর সবাই আতঙ্ক ছড়িয়ে পড়েন।

ঘটনাস্থল থেকে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক প্রথম আলোকে বলেন, আদালতের সীমানা প্রাচীরের বাইরে থেকে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।