আবারও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হওয়া ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন লাইনে ওঠানোর কাজের জন্য আবারও সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিট থেকে ট্রেনের বগি ও ইঞ্জিন তোলার কাজ শুরু হয়।
এর আগে গতকাল শনিবার ভোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি ও ইঞ্জিন রেললাইন থেকে উঠিয়ে পাশে রাখা হয়।। এতে প্রায় ১৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছিল।
শমশেরনগর রেলওয়ের স্টেশনমাস্টার উত্তম কুমার বলেন, আড়াই ঘণ্টা ধরে আন্তনগর কালনী ট্রেন দাঁড়িয়ে আছে শমশেরনগর স্টেশনে। লাইন ঠিক হওয়ার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে। দুর্ঘটনাকবলিত ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন উদ্ধারের জন্য কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। বগি ও ইঞ্জিন উদ্ধার করে শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে। কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে একাধিক কর্মী বলেন, কাজ শেষ হতে অনেকটা সময় লেগে যেতে পারে। কখন কাজ শেষ হবে বলা মুশকিল।
আজ বেলা সোয়া ১২টার দিকে কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনের স্টেশনমাস্টার কবির আহমেদ প্রথম আলোকে বলেন, ট্রেনের বগি ও ইঞ্জিন উঠানোর কাজের জন্য এখনো সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ঝড়ে রেললাইনের ওপরে পড়া সাড়ে পাঁচ ফুট চওড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে গতকাল শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন উল্টে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।