সিলেটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন
সিলেটের কানাইঘাটে ছুরিকাঘাতে মো. আবদুল মুমিন (২৯) নামের এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। তিনি কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। কানাইঘাটের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে তিনি। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কানাইঘাট পৌর সদরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বিকেল সাড়ে চারটার দিকে মুমিন কানাইঘাট পৌর সদর বাজারে ছিলেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যাওয়া হয়। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবল চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির নাম হাসপাতালে মো. মুমিন সরকার হিসেবে নথিভুক্ত করানো হয়েছে। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর পেটের নিচের দিকে ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে তাঁকে হাসপাতালে আনা হয়েছিল।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। আবদুল মুমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।