সাতক্ষীরায় ধানের বস্তাভর্তি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় ধানের বস্তাভর্তি ট্রাক উল্টে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে উপজেলার পাটকেলঘাটার কুমিরা মহিলা কলেজের সামনে হওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের সুমন হাসান (৩৫) ও জয়নগর গ্রামের আবুল হোসেন (৪৬)। আহত ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত আরাফাত হুসাইন চিকিৎসা নিচ্ছেন সাতক্ষীরা সদর হাসপাতালে। তিনি বসেছিলেন ট্রাকটির সামনে চালকের আসনের পাশে। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর দুলাভাই একই গ্রামের সুমন হাসানসহ ২৪ শ্রমিককে নিয়ে গত ২৬ এপ্রিল শরীয়তপুরের লক্ষ্মীপুরা এলাকায় ধান কাটতে যান। কাজ শেষে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁরা ২৪৫ বস্তা ধান নিয়ে সাতক্ষীরায় ফিরছিলেন। কয়েক দফা বিরতি দিয়ে আজ মঙ্গলবার ভোরে যখন তাঁরা যশোরের চুকনগরের পৌঁছান, তখন ট্রাকটির চালক সাগর তাঁর সহকারী ইমনকে গাড়ি চালাতে দেন। ট্রাকটি সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার কুমিরা মহিলা কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান ইমন। তখন ট্রাকটি রাস্তার বাঁ দিকে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা ঘুমন্ত শ্রমিকেরা ধানের বস্তার নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগর চিকিৎসক রাশদুজ্জামান প্রথম আলোকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ও ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। তবে চালকের সহকারী ইমন, জাহিদুরসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। নিহত দুজনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।