মাঝরাতে বিবাদ থামাতে গিয়ে ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন
গাইবান্ধার পলাশবাড়ীতে বিবাদ থামাতে গিয়ে ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খুন হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে একটি রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া বেতকাপা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও পূর্ব নয়নপুর গ্রামের বাসিন্দা। একই ঘটনায় স্বপন (৩৩) ও সবুজ (৩৫) নামের গ্রামের দুই সহোদর আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি পূর্ব নয়নপুর গ্রামে রাতে ছিঁচকে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। এ জন্য এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় কয়েকজন যুবককে প্রহরী হিসেবে নিয়োগ করা হয়। ওই প্রহরীরা গতকাল রাতে এলাকা পাহারা দিচ্ছিলেন। রাত ১২টার দিকে একই গ্রামের মোসলেম আকন্দের ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন প্রহরীরা। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়।
খবর পেয়ে বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যান ইউপি সদস্য বাদশা মিয়া। উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে পাপুল তাঁর হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। এতে বাদশাসহ প্রতিবেশী দুই সহোদর গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযুক্ত পাপুল ঘটনার পর থেকে পলাতক। তাঁকে আটকের অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।