বগুড়ার সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান দুই হত্যা মামলায় কারাগারে
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার বগুড়া–৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান ওরফে রিপুকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে তাঁকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসানকে সদর থানার দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন রাগেবুল আহসান। গত বুধবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন প্রথম আলোকে বলেন, সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসানের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৭টি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন, রিকশাচালক কমর উদ্দিন, গাবতলী পৌর শ্রমিক দলের সহসভাপতি জিল্লুর সরদার, দরজি শ্রমিক মো. শিমুল, রিকশাচালক আবদুল মান্নান, বিএনপি কর্মী রিপন ফকির, নির্মাণশ্রমিক জাবেদ মিয়াসহ ৭ জনকে হত্যার অভিযোগে করা মামলার এজাহারনামীয় আসামি রাগেবুল। এ ছাড়া চারজনকে হত্যাচেষ্টাসহ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে।