ড. ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য, ঝালকাঠিতে উপজেলা পরিষদের কর্মী বরখাস্ত

ঝালকাঠি জেলার মানচিত্র

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁটলিপিকার গোপনীয় সহকারী (সিএ) এস এম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। তিনি বলেন, মনিরুজ্জামান অনলাইনে এমন মন্তব্য করেছেন, যা সরকারি চাকরিজীবীদের করা অনুচিত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ড. ইউনূসকে নিয়ে মনিরুজ্জামানের বিরূপ মন্তব্যের বিষয়টি নজরে এলে গতকাল সোমবার ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান তাঁকে সাময়িক বরখাস্ত করতে ইউএনওকে নির্দেশ দেন। এরপর গতকাল সন্ধ্যায় ইউএনও কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়।

এর আগে গত রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ওএসডি হন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম (ঊর্মি)। পরের দিন তাঁকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।