চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় মুরগি বহনকারী পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী কচুয়া সড়কের বশির উল্লাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আবুল কাশেম (৪৫) ও আবদুর রব (৫৫)। দুজনই অটোরিকশার যাত্রী। নিহত আবুল কাশেম ও আবদুর রব শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকারপাড়ার বাসিন্দা। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালকসহ অটোরিকশাটির আরও তিন যাত্রী। তাঁরা হলেন কচুয়া উপজেলার বাসিন্দা আবদুর রশিদ ও আশেক আলী। চালকের পরিচয় পাওয়া যায়নি।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালিদুর রহমান জিহাদ বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মো. শিশির জানান, ইফতারের পর বৃষ্টি নামে। ঠিক ওই মুহূর্তে কচুয়াগামী পিকআপ ভ্যানটির সঙ্গে কালিয়াপাড়াগামী অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে শাহরাস্তি থানা–পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেন। ঘটনার পর পিকআপচালক পালিয়ে যান।
শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশনমাস্টার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহত দুজনের সুরতহাল তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।