বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর, স্বপ্নভঙ্গ পরিবারের
ফেনীর ফুলগাজীতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের কিল্লার দিঘী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন রবিউল আউয়াল (১৬) নামের ওই শিক্ষার্থী। রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রবিউল ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। পাশের পরশুরাম উপজেলার নাসির উদ্দীন উচ্চবিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। এ দুর্ঘটনায় আহত হয়েছে রবিউলের বন্ধু শরিফ আহম্মদ (১৭)। সে একই ইউনিয়নের ঘনিয়ামোড়া গ্রামের নাছির আহম্মদের ছেলে।
স্থানীয় ব্যক্তিরা জানান, রবিউলের বাবা জসিম উদ্দিন ফুলগাজী উপজেলা সদরের একটি খাবার হোটেলে কাজ করেন। দুই ছেলের মধ্যে রবিউল ছিল বড়। অভাবের সংসারে নানা টানাপোড়েনের মধ্যে ছেলেকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছিলেন। স্বপ্ন ছিল, লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরবে রবিউল। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে সব স্বপ্ন শেষ হয়ে গেল।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, বুধবার সকালে শরিফ তার চাচার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এর মধ্যে রবিউলকেও সঙ্গে নেয়। তারা উপজেলার আমজাদ হাট ইউনিয়নের কিল্লার দিঘী এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুই বন্ধু চলন্ত মোটরসাইকেলসহ ছিটকে সড়কের বাইরে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে রবিউলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত ১১টায় তার মৃত্যু হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মঈন উদ্দীন বলেন, নিহত রবিউলের বাবা জসিম রাতে থানায় এসেছেন। নিহতের পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।