সিরাজগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

মামলাপ্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকারসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, হামলা, লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলা করেন রানা আহম্মেদ নামের এক ব্যবসায়ী। তিনি স্থানীয় সোনামুখী বাজারের মেসার্স মেহেনত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। মামলার অন্য আসামিরা হলেন একই ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর (পাঁচগাছি) গ্রামের আবু বাসির, সবুজ সরকার, মনি সরকার, সোহেল রানা, মাহিম ও আবদুল হান্নান।

সিরাজগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শাহরিয়ার আলম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবদুর রহিম।

আইনজীবী আবদুর রহিম প্রথম আলোকে জানান, আসামিরা চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকার করেন বাদী (রানা আহম্মেদ)। সরকার পতনের পর সুযোগ বুঝে গত ৬ আগস্ট বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ঘটান আসামিরা। এ ছাড়া বাদীকে এলোপাতাড়ি কিল–ঘুষি মারেন তাঁরা। পরে জীবন বাঁচাতে ব্যবসাপ্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে যান রানা। এ সুযোগে প্রতিষ্ঠানটির এসি, এলইডি টিভি, ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী লুটপাট করে নিয়ে যান আসামিরা। লুট হওয়া এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।