বুড়িচংয়ে সড়কের পাশে ঝোপে মিলল যুবকের লাশ
কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়কের পাশের ঝোপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই যুবককে অন্য কোথাও হত্যার পর ঝোপের ভেতরে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙ্গলবাড়ি-আনন্দপুর সড়কের শ্রীমন্তপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম রবিউল হাসান (২২)। তিনি ওই ইউনিয়নের পালটি রাজাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। রবিউল কুমিল্লা নগরের ইপিজেড এলাকায় বাহার মিয়া নামের এক ব্যক্তির মুদিদোকানে চাকরি করতেন।
থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে শ্রীমন্তপুর এলাকায় ঝোপের ভেতরে স্থানীয় লোকজন ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বুড়িচং থানা-পুলিশকে জানানো হয়। এরপর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামসহ পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই নুরুল ইসলাম জানান, কুমিল্লা শহরে একটি মুদিদোকানে চাকরি করতেন ওই যুবক। শনিবার রাত ৮টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার সময় তাঁর সঙ্গে একটি মোটরসাইকেল ছিল। কিন্তু লাশ উদ্ধারের সময় মুঠোফোন পাওয়া গেলেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি। নিহত রবিউল হাসানের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর মরদেহ এখানে ফেলে যাওয়া হয়েছে।
এসআই নুরুল আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের ধরতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহত ব্যক্তির স্বজনেরা।