বাউফলে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালীর বাউফল উপজেলায় অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে (৭৬) অক্ষত উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
আজ রোববার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার কালাইয়া বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নুরুল আমিন, অতুল চন্দ্র পাল, রতন বণিক, গাজী গিয়াস উদ্দিন, রেজাউল কামাল, ফিরোজ হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় দুই দিন পেরিয়ে যাওয়ার পরও ব্যবসায়ী শিবু বণিককে প্রশাসন উদ্ধার করতে পারেনি। আগামীকাল সোমবারের মধ্যে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধারে ব্যর্থ হলে দোকান বন্ধ রেখে লাগাতার ধর্মঘট পালনসহ হরতাল পালনের কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ শেষে ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক ঘুরে মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের সামনে গিয়ে শেষ করেন।
এ ছাড়া আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির সদস্যসচিব ফিরোজুর রহমানের (আপেল ফিরোজ) নেতৃত্বে ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের প্রতিবাদে ও তাঁকে দ্রুত সময়ের মধ্যে অক্ষত উদ্ধারের দাবিতে কালীবাড়ি মন্দিরে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে পাঁচ লক্ষাধিক টাকা লুট ও এই ব্যবসায়ীকে ট্রলারে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শিবু বণিক কয়েকটি কোম্পানির পণ্যের পরিবেশক। এ ছাড়া চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা তিনি।