পঞ্চগড়ে ধরা পড়ল সাড়ে ১২ ফুট লম্বা অজগর
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাঁশঝাড়ের ওপর অস্বাভাবিক কিচিরমিচির শব্দ করছিল একঝাঁক পাখি। স্থানীয় লোকজনের সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন, লম্বা একটি সাপ বাঁশের সঙ্গে পেঁচিয়ে ঝুলে আছে। এ খবর আশপাশে ছড়িয়ে পড়ে। এলাকার আরও লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে সাপটি বাঁশঝাড়ের নিচে ধানখেতে পড়ে যায়। পরে তাঁরা সাপটি ধরে বস্তায় ভরার সময় নিশ্চিত হন এটি অজগর। আজ শনিবার দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা নন্দগছ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বিজিবির সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা অজগরটি তেঁতুলিয়া উপজেলা বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে মেপে দেখা যায়, অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট। ওজন ৯ কেজি ২০০ গ্রাম। অজগরটি অবমুক্ত করার জন্য বিকেলে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছে বন বিভাগ।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে দেবনগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আইবুল ইসলাম বলেন, আজ সকাল ১০টার দিকে অজগরটি বাঁশঝাড়ে ওঠায় পাখিগুলো কিচিরমিচির শব্দ শুরু করে। পরে লোকজন কাছে গিয়ে সাপটি মাটিতে নামানোর চেষ্টা করেন। দুপুরে সাপটি বাঁশঝাড়ের নিচে একটি ধানখেতে পড়লে স্থানীয় লোকজন সাপটি ধরে বস্তায় ঢোকান। নন্দগছ এলাকার যুবক মো. সবুজ ইসলাম বলেন, সাপটি অজগর বলে বন বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেন।
বন বিভাগ তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা মো. নূরুল হুদা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ধরা পড়া অজগরটি সাড়ে ১২ ফুট লম্বা। এটির ওজন ৯ কেজি ২০০ গ্রাম। অজগরটির বয়স আনুমানিক এক বছর। ভারতীয় সীমান্তঘেঁষা এলাকায় ধরা পড়ায় অজগরটি কোনোভাবে ভারত থেকে এসেছে বলে ধারণা করছেন।
এর আগে ১০ সেপ্টেম্বর তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় সাড়ে ৬ ফুট লম্বা একটি অজগর ধরা পড়ে। সেই অজগরও একটি বাঁশঝাড়ে উঠেছিল। পরে অজগরটি দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।