গাজীপুরে বিআরটি প্রকল্পের খোয়া-বালুর স্তূপ থেকে বেরিয়ে এল যুবকের লাশ
গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়ালসড়কের কাজের জন্য রাখা খোয়া-বালুর স্তূপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজ করতে গেলে স্তূপ থেকে লাশটি বেরিয়ে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে লাশের সঙ্গে একটি মুঠোফোন পাওয়া গেছে।
শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের উড়ালসড়ক নির্মাণের কাজ চলছে। এ জন্য প্রতিদিনই খোয়া-বালু এনে উড়ালসড়কের নিচে রাখা হয়। গতকাল সোমবার রাতে ভোগড়া বাইপাস এলাকায় এমন খোয়া-বালু এনে রাখা হয়। আজ সকালে শ্রমিকেরা কাজ করতে গেলে ওই বালু-খোয়ার স্তূপ থেকে এক যুবকের লাশ বেরিয়ে আসে। শ্রমিকেরা ভয় পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। এরপর পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।