ভালুকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার হবিরবাড়ির ইউনিয়নের আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আক্কাস আলী দেওয়ান (৮০) ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন (৭২)। তাঁদের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকায় নাতনি লাকী আক্তারের ভাড়া বাসায় যেতে গতকাল বিকেলে সখীপুর উপজেলার কালমেঘা গ্রাম থেকে রওনা হন আক্কাস আলী দেওয়ান ও হাজেরা খাতুন দম্পতি এবং তাঁদের মেয়ে রাহেলা খাতুন। গতকাল রাতে আমতলী এলাকায় পৌঁছে রাহেলা খাতুন হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে যান। পেছনে থাকা তাঁর বাবা-মা মহাসড়ক পার হওয়ার সময় শাহজালাল পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক আতাউর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।