স্ত্রীকে হত্যার পর গোপনে দাফন করে পালিয়ে ছিলেন ১৮ বছর, অবশেষে গ্রেপ্তার
মৃত্যুদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারী জেলা শহরের বাসিন্দা ওই ব্যক্তির নাম আবুল কাশেম। তিনি দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে দেড় যুগ ধরে পালিয়ে ছিলেন। গতকাল শনিবার রাতে র্যাবের সহযোগিতায় গাজীপুর জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে নীলফামারী সদর থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া আবুল কাশেম নীলফামারী শহরের বাড়াইপাড়া মহল্লার বাসিন্দা। ২০০৭ সালে দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পালিয়ে থাকা অবস্থায় স্ত্রী হত্যা মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন নীলফামারীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। গ্রেপ্তারের পর আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে আবুল কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, ২০০৭ সালের ১৮ আগস্ট নীলফামারী শহরের বাড়াইপাড়ায় নিজ বাড়িতে আবুল কাশেম তাঁর দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে গোপনে মরদেহ দাফন করে পালিয়ে যান। পরে নিহত বেগম খাতুনের বড় ভাই ইয়াসিন আলী বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় ২০২১ সালের ৩ জানুয়ারি নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আবুল কাশেমকে মৃত্যুদণ্ডের রায় দেন।