ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র জমা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকারী ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির (রওশন এরশাদ) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (স্বতন্ত্র), জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল হামিদ, ন্যাশনাল পিপলস পার্টির রাজ্জাক হোসেন এবং মো. ইব্রাহিম মিয়া (স্বতন্ত্র)। তাঁদের মধ্যে শাহজাহান আলম, জিয়াউল হক ও আবদুল হামিদ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে উপজেলা পরিষদ চত্বরে কর্মী, সমর্থক ও অনুসারীদের নিয়ে মিছিল করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শাহজাহান আলমের সঙ্গে ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আবু নাছের প্রমুখ।
জিয়াউল হকের সঙ্গে ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির (রওশন) সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ প্রমুখ। আবদুল হামিদের সঙ্গে ছিলেন সরাইল উপজেলা জাপার (জিএম কাদের) আহ্বায়ক এমদাদুল হক, সদস্যসচিব মোজাহিদুল ইসলাম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া গত ৩০ সেপ্টেম্বর মারা যান। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির দলীয় প্রতীক নিয়ে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন পেয়েছিলেন ৭৫ হাজার ৪১৯ ভোট। গত বছরের ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের প্রত্যক্ষ সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক) হিসেবে আবদুস সাত্তার ভূঁইয়া উপনির্বাচনে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার আবদুল হামিদ (লাঙ্গল) পেয়েছিলেন ৯ হাজার ৬৩৫ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল উপজেলার নয়টি এবং আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে বর্তমানে ভোটারসংখ্যা ৪ লাখ ১০ হাজার ১১২। এর মধ্যে সরাইলে ২ লাখ ৬৬ হাজার ৫৯৭ এবং আশুগঞ্জে ১ লাখ ৪৩ হাজার ৫১৫ ভোট।
আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে বলে জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন।