চকরিয়ায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তূপের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছাবেতপাড়া এলাকার মনোহর আলমের ছেলে মোহাম্মদ সোহেল (২২) ও কামাল হোসেনের ছেলে নুর উল্লাহ (২২)। মোহাম্মদ সোহেল অটোরিকশার চালক। নুর উল্লাহ অটোরিকশাচালক সোহেলের বন্ধু।
নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি।
স্থানীয় লোকজন, যাত্রী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এসআই পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তূপের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন নিহত হন। এ সময় অটোরিকশার ভেতরে থাকা একটি ছাগলও মারা গেছে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ ও চকরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করেন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।