সাভারে হত্যা ও অস্ত্র মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঢাকার অদূরে সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনায় একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি সেলিম মণ্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকার মিরপুর-৬ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। গ্রেপ্তার সেলিম মণ্ডল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
র্যাব জানায়, গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সেলিম মণ্ডলের নেতৃত্বে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার ঘটনা ঘটে। এতে সাভার বাজার এলাকায় বেশ কয়েকজন নিহত হন। এসব ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা বাদী হয়ে সাভার থানায় পৃথকভাবে একাধিক মামলা করেন। মামলার পর থেকে সেলিম মণ্ডল ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গতকাল দিবাগত রাতে র্যাব-৪-এর একটি দল ঢাকার মিরপুর-৬ নম্বর এলাকায় অভিযান চালিয়ে সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করে।
র্যাবের নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সেলিম মণ্ডলের বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছেন বলে স্বীকার করেছেন। তাঁকে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর সেলিম মণ্ডলকে র্যাব তাঁদের কাছে হস্তান্তর করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।