মতলব উত্তরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন গৃহবধূ মাহিনুর আক্তার। সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার জেনারেল হাসপাতালেছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। গতকাল রোববার রাতে উপজেলার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই গৃহবধূর নাম মাহিনুর আক্তার (২৩)। তিনি উপজেলার কলাকান্দা গ্রামের কৃষক মো. খবির হোসেনের স্ত্রী। খবির হোসেন-মাহিনুর আক্তার দম্পতির আরেকটি ছেলেসন্তান আছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসবব্যথা নিয়ে গতকাল সন্ধ্যায় মাহিনুর আক্তার উপজেলার ছেংগারচর বাজার জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক আলট্রাসনোগ্রাম করে তাঁর গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়ে নিশ্চিত হন। পরে গতকাল রাত ১০টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন নবজাতকের জন্ম হয়। এর মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।

হাসপাতালের সার্জন মকবুল হোসেন বলেন, তিন শিশু ও তাদের মা সুস্থ আছেন। হাসপাতালে যথাযথভাবে তাদের দেখভাল করা হচ্ছে।

মাহিনুর আক্তারের স্বামী মো. খবির হোসেন বলেন, একসঙ্গে তিন সন্তানের বাবা হওয়ায় তিনি খুশি। তাদের নাম এখনো রাখা হয়নি। তাঁর আর্থিক অবস্থা বেশি ভালো না। এখন চার সন্তানের ভরণপোষণ কীভাবে চালাবেন, এ নিয়ে তিনি কিছুটা চিন্তিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কি মিত্র চাকমা বলেন, বিষয়টি তিনি জেনেছেন। খোঁজখবর নিয়ে দেখবেন, ওই পরিবারকে কোনোভাবে সহায়তা করা যায় কি না।