শেরপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
শেরপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে সুমন (১৪) ও সুফল (১৪) নামের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর বাইনাপাড়ায় এ ঘটনা ঘটে।
সুমন ডোবারচর বাইনাপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে এবং সুফল একই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন ও সুফল অন্য তিন বন্ধুকে নিয়ে বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে থাকা শাহাবদীরচর এলাকায় বন্যার পানিতে গোসল করতে যায়। এ অবস্থায় বিকেল চারটার দিকে সুমন ও সুফল বন্যার পানিতে তলিয়ে যায়। তারা কেউ সাঁতার জানত না। পরে খবর পেয়ে স্বজনেরা লাশ উদ্ধার করেন।
পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক। বৃহস্পতিবার রাত নয়টায় তিনি প্রথম আলোকে বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে।