মুঠোফোন হারানোর পর ‘চাল পড়া’ খাওয়ানোয় বন্ধুকে ছুরিকাঘাতে খুন

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের চকরিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. শেফায়েত হাবিব (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদারপাড়া ও বিএমচর ইউনিয়নের স্কুলপাড়ায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শেফায়েত মারা যান। নিহত শেফায়েত কালাগাজী সিকদারপাড়ার সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার রাতে শেফায়েত হাবিবের একটি মুঠোফোন হারিয়ে যায়। এতে শেফায়েত ‘চাল পড়া’ সংগ্রহ করে কয়েকজন বন্ধুকে খাওয়ান। এ নিয়ে গতকাল বিকেলে শেফায়েত হাবিবকে উদ্দেশ্য করে বিএমচর ইউনিয়নের স্কুলপাড়ার তারিকুল ইসলাম ওরফে মিশুক বলেন, ‘বন্ধু হয়ে তুই আমায় ফোন চুরিতে সন্দেহ করেছিস?’ এ সময় তর্কাতর্কির একপর্যায়ে আরও দুই বন্ধুর উপস্থিতিতে শেফায়েতের তলপেটে ছুরিকাঘাত করেন তারিকুল। গুরুতর আহত শেফায়েতকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ১০টার দিকে শেফায়েত মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, লাশের ময়নাতদন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া না হলেও পুলিশের একটি দল প্রাথমিক অভিযুক্তকে ধরতে কাজ করছে।