রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে মোংলায় ভিড়ল ২ জাহাজ
রাশিয়া থেকে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে দুটি জাহাজ বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করেছে। আজ রোববার বিকেলে মোংলা বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে জাহাজ দুটি নোঙর করে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ প্রথম আলোকে বলেন, রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিকেলে ‘এমভি আনকা সান’ ও ‘এমভি স্পোডিল্লা’ নামের দুটি জাহাজ বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজ দুটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও নবরস্ট্রি বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজ দুটি থেকে পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
রাশিয়া থেকে আসা ভ্যানুয়াটির পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, জাহাজটি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১ হাজার ৪০০ দশমিক ৪২ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। মালামালগুলো দুই দিনের মধ্যে খালাস করে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
একই দিনে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি স্পোডিল্লা’য় এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য। জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোর্টের পরিচালক শাহীন ইকবাল বলেন, বন্দরের ৮ নম্বর জেটিতে বেলা তিনটায় জাহাজটি নোঙর করে। নোঙরের পরপরই জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু করা হয়। দুই দিনের মধ্যে এ জাহাজের মালামাল সড়কপথে রূপপুরে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আবদুল ওয়াদুদ তরফদার বলেন, সক্ষমতার দিক থেকে মোংলা বন্দর এখন অনেক আধুনিক। দক্ষ জনবল দিয়ে বড় বড় মেগা প্রকল্পের পণ্য এই বন্দর দিয়ে খালাস হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধার ফলে প্রতিবেশী দেশগুলোও এ বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছে।