মানিকগঞ্জে টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ভাষাশহীদ রফিক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভকালে টোল প্লাজা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছবি: প্রথম আলো

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কালীগঙ্গা নদীর ওপর নির্মিত ভাষাশহীদ রফিক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার ধল্লা ইউনিয়নের কওমি ছাত্র পরিষদ ব্যানারে স্থানীয় ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করেন। এ সময় টোল প্লাজা ভাঙচুর করে চারটি বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সিঙ্গাইর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ভাষাশহীদ রফিক সেতু এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এরপর সেতুর পূর্ব প্রান্তে সমাবেশের আয়োজন করেন। এতে স্থানীয় ছাত্র-জনতার কয়েকজন বক্তব্য দেন। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় ভাষাশহীদ রফিক টোল প্লাজা ভাঙচুর ও চারটি বক্সে আগুন ধরিয়ে দেন। আগুনে পুড়ে যায় টোল প্লাজার স্থাপনাসহ আনুষঙ্গিক আসবাবপত্র।

এ সময় মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে ছাত্র-জনতা যানবাহন চলাচলে সহযোগিতা করলে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, ভাষাশহীদ রফিক সেতুটি সিঙ্গাইর উপজেলায় অবস্থিত। তবে সেতুর টোল প্লাজাটি ঢাকার সাভার থানা এলাকায় অবস্থিত। সেখানে সিঙ্গাইরের ধল্লা ইউনিয়নের কয়েক হাজার বিক্ষুব্ধ ছাত্র-জনতা উপস্থিত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাসদস্যরা তৎপর আছেন। ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।