গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের বাড়ি উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে।
তাঁর বড় ভাই রবিউল ইসলাম আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই গত পরশু রাতে (সোমবার) রোকনপুরের কয়েকজনের সঙ্গে ভারত থেকে গরু আনতে গিয়েছিলেন। তাঁর সঙ্গীরা ফিরে এসেছেন। কিন্তু সাইফুল ফিরে আসেননি। সীমান্তের ওপারের এক লোক (ভারতীয় নাগরিক) তাঁদের এলাকার একজনের হোয়াটসঅ্যাপে গুলিবিদ্ধ সাইফুলের লাশের ছবি পাঠিয়েছেন। ছবি দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন সাইফুল মারা গেছেন।
এ ব্যাপারে জানতে বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করলেও তিনি মুঠোফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোকনপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিলেন। গতকাল রাতে তাঁরা দেশে ফিরে আসেন। ওই রাতে গোলাগুলি শব্দ শোনা গেছে।
রাধানগর ইউপির সদস্য রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে রোকনপুর সীমান্তে গুলির শব্দ শুনেছে মানুষ। বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম মারা গেছেন বলে শুনেছি। তিনিসহ কয়েকজন রাখাল হিসেবে ভারত থেকে গরু আনতে গিয়েছিলেন। সঙ্গীরা ফিরে এলেও সাইফুল ফিরে আসেননি।’