ফরিদপুর শহরে কুমার নদের ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবি
ফরিদপুর শহরে তিতুমীর বাজার ও হাজী শরীয়তুল্লাহ বাজারের মধ্যে কুমার নদের ওপর স্থাপিত বেইলি সেতু সরিয়ে স্থায়ী সেতু নির্মাণ করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে ওই এলাকায় ‘ফরিদপুরের সাধারণ জনগণ’–এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বেলা একটার দিকে মানববন্ধন শুরু হয়। পৌনে এক ঘণ্টা কর্মসূচি চলাকালে দুই বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তফা, শাহজাহান সিরাজ, রিয়াজুল ইসলাম, মো. টুটুল প্রমুখ।
বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপিত বেইলি সেতুটি অপসারণ করে একটি প্রশস্ত স্থায়ী সেতু নির্মাণ করা হোক। স্থায়ী সেতু নির্মাণ করা হলে মানুষের উপকার হবে। এ সেতু দিয়ে প্রতিদিন পাঁচ সহস্রাধিক মানুষ যাতায়াত করে।
বক্তারা আরও বলেন, গত ৩৬ বছরেও প্রশস্ত ও পাকা সেতু নির্মাণ না হওয়া দুঃখজনক। অপ্রশস্ত বেইলি সেতুর কারণে শহরের পূর্ব পাশে জনতা ব্যাংকের মোড় থেকে শুরু করে বেইলি সেতু পর্যন্ত এবং সেতুর পশ্চিম পাশে হাজরাতলার মোড় এলাকায় প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। লোকজনকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
প্রসঙ্গত, ওই জায়গায় আগে পাকা সেতু ছিল, যা ১৯৩৫ সালে নির্মিত হয়েছিল। ১৯৮৮ সালের বন্যায় সেতুটি কুমার নদের পানির স্রোতে ধসে যায়। পরে সেখানে বেইলি সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
সওজের ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, শহরের ওই গুরুত্বপূর্ণ জায়গায় দৃষ্টিনন্দন একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। দুই লেন সেতুটির দৈর্ঘ্য হবে ৯৯ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩ মিটার। আগামী এক মাসের মধ্যে সেতুটির নকশা তাঁরা হাতে পাবেন। সেতুটি নির্মাণ করা হলে শহরের যানজট অনেক কমে আসবে।