লাউয়াছড়ায় টিলাধস, ১৩ ঘণ্টা পর শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে যান চলাচল শুরু
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অতিরিক্ত বৃষ্টিতে একটি টিলা ধসে প্রায় ১৩ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে যান চলাচল শুরু হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাত দুইটা থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সড়কটির ব্যবহারকারীরা। বিকল্প পথে প্রায় ২০ কিলোমিটার ঘুরে তাঁদের গন্তব্যে যেতে হয়।
মাটি সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা। দ্রুততম সময়ের মধ্যে পুরো পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তাঁরা।
স্থানীয়দের বাসিন্দা সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকেই সেখানে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল মাঝরাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি টিলা ধসে সড়কের ওপর পড়ে। এই টিলার মাটির সঙ্গে ছোট গাছগাছালি ও বাঁশঝাড় ছিল।
প্রিয়তোষ দাস নামে এক ব্যক্তি বলেন, ‘প্রায় প্রতিদিনই নানা কাজে ভানুগাছ ও কমলগঞ্জ যেতে হয়। আজ সকালে সিএনজিস্ট্যান্ডে গিয়ে শুনি রাস্তা বন্ধ। পরে অনেক ঘুরে ভানুগাছ এসেছি। এতে সময়ের সঙ্গে সঙ্গে ভাড়াও বেশি লেগেছে।’
সড়কটিতে নিয়মিত চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক হায়দার মিয়া বলেন, ‘আপাতত আমরা প্রায় ২০ কিলোমিটার ঘুরে ভানুগাছ যাচ্ছি। যাত্রীদের অনেক সময় নষ্ট হচ্ছে। অনেক ঘুরে যাওয়ার কারণে ভাড়া বেশি নিতে হচ্ছে।’
মৌলভীবাজার সওজের উপবিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকজন মাটি সরানোর কাজ করছে। মাটির পরিমাণ বেশি হওয়ায় সময় লাগছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।’