সিলেটে জলাবদ্ধতার প্রতিবাদে সড়ক অবরোধ, দুই এলাকার মানুষের সংঘর্ষ

জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য রাস্তা কাটাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ। বুধবার বিকেলে সিলেটের সোনাতলা এলাকায়ছবি: আনিস মাহমুদ

সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকার দুটি ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে পানিনিষ্কাশনের জন্য সড়কের পাশে কাঁচা নালা কাটতে গেলে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে সংঘর্ষে জড়ান এলাকার বাসিন্দারা।

আজ বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সিলেটের কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন মইয়ারচর ও সোনাতলা এলাকার বাসিন্দারা। বেলা দুইটার দিকে সেখানে যান সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) পক্ষ থেকে নির্মাণাধীন সড়কের পাশে পানিনিষ্কাশনের নালা কাটার উদ্যোগ নেওয়া হয়। এ সময় এলাকাবাসীর একটি পক্ষ নালা কাটতে বললেও অন্য পক্ষ নিষেধ করেন। এ নিয়ে দুই এলাকার বাসিন্দারা বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর সড়কের চার লেনের কাজ চলছে। সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় কাজ শুরু হলেও সড়কের পাশে পাকা নালা তৈরি করা হয়নি। এতে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে বাসাবাড়িতে পানি উঠছে। ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসীসহ পথচারীরা। স্থানীয় লোকজন বিষয়টি একাধিকবার সিলেট সওজকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আজ সকাল থেকে সিলেটে বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে পড়ে বর্ধিত দুটি ওয়ার্ডের মইয়ারচর, নয়া কুরুমকলা, নাজিরেরগাঁও, শিমুলতলা এলাকা। এর প্রতিবাদে বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। বেলা দুইটার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতারাসহ প্রশাসন ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন। একপর্যায়ে সড়কের পাশে কাঁচা নালা কেটে পানিনিষ্কাশনের ব্যবস্থা করতে গেলে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ ইটপাটকেলসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সোনাতলা এলাকার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, মইয়ারচর এলাকার বাসিন্দারা সড়কের পাশে জোর করে মাটি কেটে কাঁচা সড়কে নালা নির্মাণ করাচ্ছেন। এতে সড়ক ভেঙে পড়ায় মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আজও একইভাবে মাটি কেটে অপরিকল্পিতভাবে কাজ করানোর চেষ্টা করা হচ্ছিল। এতে বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, বৃষ্টির কারণে মইয়ারচর এলাকার একটি বিদ্যালয়ে পানি জমেছিল। ওই এলাকায় আমাদের কাজ চলমান থাকায় সড়কের পাশের বিদ্যালয়ের পানিনিষ্কাশনের জন্য কাঁচা নালা কাটতে গেলে অন্য এলাকার বাসিন্দারা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর সঙ্গে সওজের কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান।

সড়কের পানি নিষ্কাশনে জন্য রাস্তা কাটাকে কেন্দ্র করে এলাবাসীর সংঘর্ষ
ছবি: প্রথম আলো

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, দুই এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।