কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়, এতে বাসের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। আজ রোববার সকালেছবি: প্রথম আলো

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া ও গাংরা এলাকার মাঝামাঝি স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে সিডিএম হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস দ্রুতগতিতে পদুয়া এলাকা অতিক্রম করে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী পদুয়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, দ্রুতগতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাচ্ছিল বলে আহত যাত্রীরা জানিয়েছেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। মরদেহ তিনটি হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।’

ওসি জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে বাসের চালক বা চালকের সহকারী থাকতে পারেন। তবে এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে যান চলাচলে কোনো সমস্যা হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।