নাটোরে আওয়ামী লীগের হামলায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড
নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আজ শনিবার বেলা দুইটায় শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন আহত হয়েছেন।
বিএনপির নেতারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নেন দলটির নেতা–কর্মীরা। বেলা দুইটার পর মুসলিম ইনস্টিটিউট চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম–সমর্থিত দলের শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন এবং এলোপাতাড়ি ভাঙচুর ও মারধর করেন। তাঁরা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেনকে হকিস্টিক দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন এবং তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করেন। এ সময় পুলিশ সদস্যরা আবুল হোসেনকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য অটোরিকশায় করে নিয়ে যান। কিছুক্ষণ পর সংসদ সদস্য শফিকুল ইসলামের অনুসারী জেলা যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরীর নেতৃত্বে ৩০-৩৫ জন হকিস্টিক হাতে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে টহল দিতে থাকেন।
জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, ‘আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আওয়ামী লীগ নেতা–কর্মীরা পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছেন। আমাদের নেতা আবুল হোসেন গুরুতর জখম হয়েছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ উভয় পক্ষকে ওই এলাকা থেকে চলে যেতে বললে তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের প্রতিরোধের মুখে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায়। উভয় পক্ষ সরকারি বালিকা বিদ্যালয়ের ফটকের সামনে শহরের প্রধান সড়ক দখল করে শান্তি সমাবেশ শুরু করে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় কিছুক্ষণের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা আড়াইটার দিকে সংসদ সদস্যের অনুসারীরা শান্তি সমাবেশ শেষ করে সেখান থেকে চলে যান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের অনুসারীরা শান্তি সমাবেশ শুরু করেন। সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম মালেক শেখ, সৈয়দ মোর্ত্তজা আলী প্রমুখ বক্তব্য দেন।
এম মালেক শেখ বলেন, ‘১ এপ্রিল বিএনপি-জামায়াত চক্র নাটোরে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ওপর গুলি চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে। তাই আমরা আর বিএনপিকে নাটোরে কোনো কর্মসূচি পালন করতে দেব না। আমাদের দেখে তাঁরা আজ পালিয়ে গেছেন।’
সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ‘আগে থেকেই আলাইপুর এলাকায় দুই পক্ষ অবস্থান নিয়েছিল। সবাইকে শান্ত রাখার চেষ্টা করা হয়েছে। বিএনপি কর্মসূচি পালন করেনি। বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির একজন আহত হয়েছেন। আমরা তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়েছি।’