বাগেরহাটে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, ৪০ নেতা–কর্মী আটক
বাগেরহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে দলের ৪০ নেতা–কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আজ শনিবার সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের মুনিগঞ্জ, পুরাতন বাজার ও থানার মোড় এলাকা থেকে আটকের ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বেলা পৌনে ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে জেলা বিএনপি। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ অন্তত ৪০ নেতা-কর্মীকে বিনা কারণে আটক করেছে। এ ছাড়া গেল রাত থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি নেতা–কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দেয় পুলিশ।
জানতে চাইলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আজ আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের কর্মসূচি ছিল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে পরে কর্মসূচি পালনের জন্য বলা হয়েছিল। তারা তা না মেনে আগ্রাসীভাবে কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টা করে। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটে বিএনপির দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ সোয়া ৯টার দিকে পুরাতন বাজার মোড়ে পদযাত্রা কর্মসূচি শুরু করে। এ সময় পুলিশ সেখানে গিয়ে ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে নেতা–কর্মীরা জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। বিএনপির আরেকটি পক্ষ থানার মোড় এলাকায় কর্মসূচি পালন করতে গেলে সেখানেও বাধা দিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।