কুয়াশায় দুই নৌপথে আবার ফেরি চলাচল ব্যাহত, কয়েক ঘণ্টা পর চালু

প্রায় ৪ ঘণ্টা বন্ধের পর আজ সকাল ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আজ সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট এলাকায়ছবি: প্রথম আলো

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ঘন কুয়াশার কারণে আবারও ফেরি চলাচল ব্যাহত হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত উভয় নৌপথে ফেরি বন্ধ ছিল।

৯ ঘণ্টা বন্ধের পর আরিচা-কাজিরহাট এবং প্রায় ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়। এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।

আরও পড়ুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল মধ্যরাত থেকে গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই দুই নৌপথে ৯ ঘণ্টার বেশি ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ছিল। দিন শেষে গতকাল সন্ধ্যার পর থেকে পদ্মা নদী অববাহিকায় আবার ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে একপর্যায়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে গতকাল রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ৯ ঘণ্টা পর আজ সকাল ৭টা ১০ মিনিট থেকে এ পথে ফেরি চলাচল শুরু হয়।

অন্যদিকে দেশের আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ায় গতকাল মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে দিবাগত রাত ৩টার পর দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। পরে ৩টা ২০ মিনিট থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৪ ঘণ্টা পর আজ সকাল ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম বলেন, প্রাকৃতিক কারণে টানা কয়েক দিন ধরে প্রায় প্রতিদিনই মধ্য রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহনের চালকসহ যাত্রীদের।