ভাস্কর মানবেন্দ্রর জন্য নতুন করে ঘর নির্মাণ করে দেবে সরকার, আর্থিক সহায়তা প্রদান

ভাস্কর মানবেন্দ্র ঘোষের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর গ্রামেছবি: প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ দেবে সরকার। পুড়ে যাওয়া ঘরের জায়গায় নতুন করে ঘর নির্মাণ করে দেওয়া হবে। এরই মধ্যে আর্থিক সহায়তাও করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা মানবেন্দ্রর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা দেওয়ার সময় এ ঘোষণা দেন।

ভাস্কর্যশিল্পীর পরিবার, জেলা প্রশাসন এবং সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, এবার পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিভ তৈরির অভিযোগে ভাস্কর মানবেন্দ্র ঘোষকে ফেসবুকে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তার জন্য গত মঙ্গলবার মানবেন্দ্র সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ওই দিন (মঙ্গলবার) দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে গতকাল বুধবার ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গতকাল ভাস্কর মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা
ছবি: প্রথম আলো

আজ দুপুরে মানবেন্দ্রর বাড়ি পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, সরকারের পক্ষ থেকে মানবেন্দ্রর পুড়ে যাওয়া ঘরটি পুনর্নির্মাণ করা হবে। মানবেন্দ্রর ইচ্ছা অনুযায়ী নকশার মাধ্যমে ঘর নির্মাণ করা হবে। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুড়ে যাওয়া ঘরের ভেতর থেকে বিভিন্ন আলমত সংগ্রহ করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে ঘর নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। তদন্ত শেষ হওয়ার পরপরই ঘর নির্মাণ করা হবে।

পরে জেলা প্রশাসক মানবেন্দ্রর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাজমুল হাসান খান, শেখ মেজবাউল সাবেরিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এদিকে দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় তাঁর সঙ্গে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ভাস্কর মানবেন্দ্রসহ তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভাস্কর মানবেন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় কোনো নিরাপরাধ মানুষ যেন শাস্তি না পায়, প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা যেন রাজনীতিকরণ অথবা ধর্মীয়করণ করা না হয়।

আরও পড়ুন