স্কুল শেষে ঘরে ফেরা হলো না শিশুটির

মাইক্রোসবাসের চাপায় ইমার মৃত্যুে খবর পেয়ে তার সহপাঠী ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেন। বুধবার দুপুরে নাটোরের লালপুরের তিলকপুর গ্রামে
ছবি: প্রথম আলো

নাটোরের লালপুরে মাইক্রোবাসের চাপায় ইমা খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার তিলকপুর গ্রামে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমা লালপুর উপজেলার ভাটপাড়া গ্রামের ইমরান হোসেনের মেয়ে। সে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

শিশুটির বাবা ইমরান হোসেন বলেন, স্কুল ছুটি হওয়ার পর তাঁর মেয়ে প্রতিদিন একাই হেঁটে বাড়িতে ফিরত। আজ স্কুল ছুটি শেষে সে বেলা একটার দিকে হেঁটে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ লালপুরমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করলেও ততক্ষণে সে মারা যায়।

ইমরান হোসেন আহাজারি করে বলেন, ‘আমার মেয়ে আর কোনো দিন ঘরে ফিরবে না। স্কুলের পোশাক পরা মেয়ের মরদেহ দেখে কেউ না কেঁদে পারেনি।’ তিনি দায়ী মাইক্রোবাসের চালকের উপযুক্ত শাস্তি দাবি করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ইমা খাতুন নামের এক শিশুশিক্ষার্থী স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইক্রোবাসটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে বিকেল পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।