অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ, নীলফামারীতে বিজিবির নিয়োগ পরীক্ষা স্থগিত
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়োগ পরীক্ষায় নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলে চাকরিপ্রত্যাশীরা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করলে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সামনের সড়কে অবরোধ করা হয়। এ সময় সড়কের দুই ধারে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, নানা অনিয়মের মাধ্যমে লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছিল। পরে বেলা সোয়া একটার দিকে বিজিবির পক্ষ থেকে ওই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরে বিক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কের অবরোধ তুলে নিয়ে স্থান ত্যাগ করেন। বেলা সোয়া একটার পর ওই পথের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিজিবির নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজকে বিজিবির সৈনিক পদে পরীক্ষা দিতে তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ৫৬ ব্যাটালিয়নের মাঠে জড়ো হন। কিন্তু ১ থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকার পর হঠাৎ ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু হয়। নির্দিষ্ট সময়ের পরে যাঁরা এসেছেন, তাঁদের ডাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিল না। মেডিকেল পরীক্ষা না করেই অনেককে বের করে দেওয়া হচ্ছিল। এ রকম নানা অনিয়মের বিষয়ে কয়েকজন প্রতিবাদ করলে তাঁদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। এ অবস্থায় তাঁরা দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানান। পরে বিজিবি কর্তৃপক্ষ বেলা সোয়া একটার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।
নীলফামারী ৫৬ বিজিবির উপ–অধিনায়ক মেজর আলী আকবর প্রথম আলোকে বলেন, আজকে বিজিবির সৈনিক পদে নিয়োগ ছিল। চাকরিপ্রত্যাশীদের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছিল। নিয়োগ পরীক্ষার জন্য নিয়োগ টিম বাইরে থেকে এসেছে। চাকরিপ্রত্যাশীরা দাবি করছিলেন, তাঁদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল। মেডিকেল ঠিকভাবে করা হয়নি। তাঁদের এমন অভিযোগ জানার চেষ্টা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাঁদের আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।